চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা প্রধানের সহকারী গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২ অক্টোবর, ২০২৩ | ৫:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী মো. এরশাদ প্রকাশ নোমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার সকালে উখিয়ার কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সোমবার (২ অক্টোবর) দুপুরে কক্সবাজার র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

 

র‍্যাব জানায়, নোমান চৌধুরী আরসার অর্থ সমন্বয়ক। গত বছরের ১৪ নভেম্বর সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র‍্যাব-১৫ এর যৌথ অভিযানের সময় ডিজিএফআইয়ের কক্সবাজার শাখার স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদি হত্যাকাণ্ড এবং র‍্যাবের কনস্টেবল সোহেল বড়ুয়ার ওপর হামলার ঘটনায় নোমান জড়িত ছিলেন। এ ছাড়াও তিনি হুন্ডির মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরসার জন্য প্রেরিত অর্থের প্রধান সমন্বয়ক হিসেবেও কাজ করেন। এছাড়া প্রাপ্ত অর্থ আরসার বিভিন্ন ক্যাম্প কমান্ডারদের কাছে পৌঁছে দিতেন।

 

আরসার জন্য ইউনিফরমের কাপড়, ওষুধ সামগ্রী, ওয়াকিটকি, ল্যান্ড মাইন এবং অন্যান্য সরঞ্জামাদি কেনা-কাটাও তিনি করতেন।

 

র‍্যাব কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, গ্রেপ্তার নোমান ২০১৬ সালের ৯ অক্টোবর মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মংডু অঞ্চলের সদর দপ্তরে হামলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেখানে তিনি অস্ত্র লুট ও ১৪ জন জওয়ান হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।

 

নোমানের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট