চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় ২৫০ রাউন্ড গুলি উদ্ধার

উখিয়া সংবাদদাতা

৩০ জুলাই, ২০২৩ | ৩:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় ২৫০ রাউন্ড রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তবে এসময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

শনিবার (২৯ জুলাই) দুপুরে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের গয়ালমারা নামক স্থান থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএএম সাইফুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের একটি দল গয়ালমারা মোড়ে আগে থেকে সতর্ক অবস্থান নেয়। একপর্যায়ে কক্সবাজারমুখী একটি লোক ব্যাগ নিয়ে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় তাকে দাঁড়াতে বললে সে পাহাড়ের দিকে দৌঁড়ে চলে যায়। পুলিশ তার পিছু নিলে হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায় সে।

 

তিনি আরও বলেন, পড়ে থাকা ব্যাগটি তল্লাশি করে পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১৫০ রাউন্ড রাইফেলের গুলি, ১০০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। গুলি উদ্ধারে সংশ্লিষ্ট আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট