চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

টেকনাফ সংবাদদাতা

১৩ জুন, ২০২৩ | ২:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় শরিফা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। নিহত শরিফা ওই গ্রামের শাকের আলীর মেয়ে।

 

সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পালংখালীর আশারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শরিফা উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজে অধ্যায়নরত ছিলো।

 

স্থানীয়রা জানান, শরিফা আক্তার গতকাল সোমবার সন্ধ্যায় কোন এক সময় ঘরের সিলিংয়ের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার আত্মীয়-স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে উখিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায় নি। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট