ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘আমার প্রয়াত বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে উপজেলা গঠনের উদ্যোগ নিয়েছিলেন। বাবার স্বপ্ন ছিলো কর্ণফুলীর মানুষকে ত্রিমুখী শাসন থেকে মুক্ত করা। মহান আল্লাহতায়ালা আমার মাধ্যমে বাবার সে স্বপ্নটা পূরণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি। উপজেলা গঠনের পর থেকেই কর্ণফুলীতে ধারাবাহিকভাবে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের বাকি দায়িত্বটাও আপনারা আমার ওপর ছেড়ে দিন।’
শুক্রবার (৯ জুন) দুপুরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গুরামিয়া জামে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সম্প্রতি পুরাতন ব্রিজঘাট বাজারে সিডিএ’র উচ্ছেদ অভিযান আর স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতির বিষয়ে আমি খোঁজ নিয়েছি। উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কিভাবে স্থায়ীভাবে পুনর্বাসন করা যায় সে লক্ষ্য নিয়ে আলাপ-আলোচনা করা হচ্ছে। নেওয়া হবে আইনিভাবে একটি ব্যবস্থা।’
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজিম আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ছাবের আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হকসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ