চট্টগ্রামের বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত এক আসামিকে ৪ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অসীম প্রকাশ আদিনাথ চক্রবর্তী উপজেলার পূর্ব শাকপুরা গ্রামের মৃত মনোরঞ্জন চক্রবর্তীর ছেলে।
শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছোটন চন্দ্র দাশ।
তিনি জানান, ২০১৪ সালে চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় অসীমকে আসামি করা হয়। ২০১৭ সালে ওই মামলার রায়ে তাকে ৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। একইসাথে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পূর্বকোণ/পূজন/জেইউ