চট্টগ্রাম রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চবি ছাত্রলীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা, কক্ষ ভাঙচুর

চবি সংবাদদাতা

৮ জুন, ২০২৩ | ৪:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের আবাসিক হলের কক্ষ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ কর্মীরা। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২টার দিকে আমানতের হলের ৩১১ নম্বর কক্ষ ভাঙচুর করে করা হয় বলে জানা যায়।

 

এর আগে এক কর্মীকে প্রতিপক্ষের কর্মীর দ্বারা কোপানোর অভিযোগ উঠে ছাত্রলীগ সভাপতি রুবেলের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ফোনকল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। এরপর রুবেলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে গ্রুপ সিএফসি। গতকাল বুধবার (৭ জুন) দিবাগতরাত ১টার দিকে শাহ আমানত হলের সামনে ‘রুবেলের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘রুবেলের চামড়া, তুলে নিব আমরা’ সংবলিত স্লোগান দিতে দেখা যায় সিএফসির কর্মীদের।

 

তাদের অভিযোগ, রুবেলের বিরুদ্ধাচারণ করলে নিজ দলের কর্মীদের শায়েস্তা করতে দ্বিধাবোধ করে না। এ ছাড়া ছাত্রলীগকে ব্যবহার করে বিভিন্নভাবে রুবেল অনৈতিক ফায়দা লুটেছে এমন অভিযোগও করছে তার কর্মীরা।

 

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএফসির নেতা সাদাফ খান বলেন, নিজের কর্মীকে আঘাত করার কথা স্বীকার করছে সে (রুবেল)। তাই বিক্ষুব্ধ কর্মীরা তার রুম ভাঙচুর করেছে। তার ক্যাম্পাসে থাকার কোনো অধিকার নেই।

 

তিনি আরও বলেন, যে নিজ দলের কর্মীকে আঘাত করতে পারে তার আদর্শ নিয়ে প্রশ্ন উঠে। অতীতেও সে এমন ন্যক্কারজনক কাজ করেছে। তার কাছে আমরা কেউই নিরাপদ না। সে যেকোন সময় আমাদেরকেও অন্য দলের কর্মীদের দিয়ে আঘাত করতে পারে। আদর্শ বিবর্জিত কোন নেতার নেতৃত্ব আমরা মানবো না। তাই চবি ক্যাম্পাস থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ২০১৯ সালের ১৩ জুলাই সভাপতির দায়িত্ব পান তিনি। এর পর থেকে বিভিন্ন সময়ে নানা অপকর্মের সাথে সংশ্লিষ্টতায় আলোচনায় আসেন এই নেতা। এমনকি তার বিরুদ্ধে ঝাড়ু মিছিলও করেছেন খোদ ছাত্রলীগের নেতাকর্মীরাই।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট