নিহত ইসরাত জাহান রিমা জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার নুর ইসলাম মিয়ার বাড়ির জামাল উদ্দিনের মেয়ে। সে হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
হাজ্বীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হাসান সোহাগ বলেন, প্রতিদিনের মতো আজকেও স্কুল ছুটির পর ইসরাত জাহান রিমা রাস্তা পার হচ্ছিল। এসময় একটি অজ্ঞাত বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি খুবই মর্মান্তিক।
তিনি আরও বলেন, গতবছরও একই জায়গায় মাছবাহী একটি পিকআপ ভ্যানের চাপায় আমাদের এক স্কুল শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যায়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জয়া ধর বলেন, মেয়েটি হাসপাতালে আনার আগে মারা যায়। মেয়েটি মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে।
জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান বলেন, বুধবার আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ইসরাত জাহান রিমার লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তরের জন্য বাবার লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে গাড়িটি আটক করা সম্ভব হয়নি।
পূর্বকোণ/পিআর/এএইচ