চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেলো শিশুর

নাজিরহাট সংবাদদাতা

৩০ মে, ২০২৩ | ১১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে গলায় লিচুর বিচি আটকে আদিল সিকদার নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

আজ মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যা ৭টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা গ্রামের রমাজান আলী সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত শিশু ওই এলাকার পোল্ট্রি ব্যবসায়ী মঈনু সিকদারের একমাত্র সন্তান। ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইফতেখার উদ্দিন মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, ঘরের সবাই যখন মাগরিবের নামাজে ব্যস্ত সে সময়ে শিশুটি খেলতে খেলতে লিচুর বিচি মুখে দেয়। পরে, শিশুটিকে নিথর অবস্থায় দেখে পরিবারের লোকজন তৎপর হয়। দ্রুত নাজিরহাট বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডা. জয়নাল আবেদীন মুহুরী তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, শিশুটি শ্বাসনালীতে লিচুর বিচি আটকে মারা গেছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট