চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাজস্থলীতে লজ্জাবতী বানর উদ্ধার

রাজস্থলী সংবাদদাতা

২৭ মে, ২০২৩ | ১০:৩৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২৭ মে) সন্ধ্যা ৬টায় রাজস্থলী রেঞ্জ বিটের গভীর অরণ্য থেকে বানরটিকে উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বনবিভাগের রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা শাহিন ইসলাম জানান, কোন এক পাহাড়ি ব্যক্তি লজ্জাবতী বানরটি পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী বানরটি ছেড়ে দেয়। এতে বানরটি গাছের উপর উঠে যায়। পরে বানরটিকে উদ্ধার করেন বনবিভাগের কর্মীরা।

 

উদ্ধার হওয়ার পর প্রাণীটি বন বিভাগী কর্মকর্তা ডিএফও নুরুল আমিনের দিকনির্দেশনা মোতাবেক শনিবার রাত ৮টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করবেন বলে নিশ্চিত করেছেন রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট