চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বিলাইছড়িতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কাপ্তাই সংবাদদাতা

২৭ মে, ২০২৩ | ৯:৩২ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়িতে ধর্ষণ মামলায় মো. হাছান (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ শনিবার (২৭ মে) সকাল ১০টায় তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

 

গ্রেপ্তার মো. হাছান উপজেলার সেগুনবাগান এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের মৃত কাছিমের ছেলে।

 

জানা যায়, মো. হাছান গত বৃহস্পতিবার এক উপজাতী তরুণীকে জুমঘরের খামার বাড়িতে ধর্ষণ করে। তরণীর পিতা বাদি হয়ে শুক্রবার বিকালে বিলাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করে।

 

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ধর্ষণের দায়ে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট