নজরুল আব্বাসউদ্দিন সেন্টার কক্সবাজারের উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এমএম সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।
নজরুল আব্বাসউদ্দিন সেন্টারের সভাপতি এডভোকেট রমিজ আহমদের সভাপতিত্বেে এতে শিক্ষার্থীরা সংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে উত্তরণ মডেল স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী পরিচালক অধ্যাপক ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- প্রধান নির্বাহী এডভোকেট জিএএম আশেক উল্লাহ, পরিচালক মাহবুবুল আলম, ইমাম খাইর, আদহাম বিন ইব্রাহিম, শামসুল আলম শ্রাবণ প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল জাগরণের কবি। প্রেরণার কবি। সাম্যের প্রতিচ্ছবি। কাজী নজরুল ইসলাম ছিলেন নিপীড়িত মানবতার কবি। সারা জীবন তিনি সমাজের শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কলম ধরেছেন। তিনি নির্ভীক চিত্তে কুসংস্কার, ধর্মান্ধতার বিরুদ্ধে তাঁর ক্ষুরধার রচনা অব্যাহত রেখেছেন। থেকেছেন আপসহীন। লোভ-খ্যাতির মোহের কাছে মাথা নত করেননি। কারা নির্যাতনেও বিচ্যুত হননি লালিত আদর্শ থেকে। অন্যদিকে তিনি মানুষের হৃদয়ের কোমল অনুভূতির প্রতিও সমান আবেগে সাড়া দিয়েছেন। অজস্র গানে তিনি সমৃদ্ধ করেছেন বাংলার সংগীত ভুবন। প্রবর্তন করেছিলেন বাংলা গজল।
পূর্বকোণ/জেইউ/এএইচ