চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকায় গাছের পাতা কাটাকে কেন্দ্র করে বিতণ্ডায় চাচাতো ভাইয়ের হাতে ফাতেমা বেগম খুনের ঘটনায় চাচাতো ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ মে) সকালে চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- মামলার প্রধান আসামি রেজাউল করিম (৩৫), তার স্ত্রী নাসিমা বেগম (৩৩) ও ছখিনা খাতুন (৫০)। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জ মোহাম্মদ হাসান বলেন, গৃহবধূ খুনের ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে গত বুধবার চাচাতো ভাইয়ের হাতে ফাতেমা বেগম খুন হয়। ঘটনার পর ফাতেমার ভাই বাদী হয়ে চারজনকে আসামিকে করে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ