চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৬

সাতকানিয়া সংবাদদাতা

২ এপ্রিল, ২০২৩ | ১১:২২ অপরাহ্ণ

সাতকানিয়ায় পৃথক অভিযানে ইয়াবা কারবারি, অটোরিক্সা চোর ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (২ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া পাঠানিপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল- আড়াই হাজার (২,০৫০) ইয়াবাসহ সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৫), খাগরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মৈশামুড়া এলাকার আলী আহম্মদের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫), দুটি অটোরিক্সা উদ্ধারসহ চর খাগরিয়া ইউনিয়নের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল মজিদ (১৯), মৃত আমির বক্সের ছেলে মো. রাসেল (৩২), চন্দনাইশ উপজেলার দোহাজারী খিল্লাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের আবু সাদেকের ছেলে মো. তারেক (১৯) ও জিআর মামলায় সাতকানিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে ফারুক প্রকাশ ওমর ফারুক।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরফাত জানান, বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি, অটোরিক্সা চোর ও নিয়মিত মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট