চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে ৩ দোকানিকে জরিমানা

কাপ্তাই সংবাদদাতা

২ এপ্রিল, ২০২৩ | ৯:২৭ অপরাহ্ণ

মূল্য তালিকা না টাঙানো, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে রাঙামাটির কাপ্তাইয়ে ৩ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

অভিযানে মূল্য তালিকা না রাখায় মক্কা স্টোরকে ২ হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জসিম স্টোরকে ২ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে জেটিঘাটের ভাই হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

রবিবার (২ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম রুমন দে।

 

তিনি জানান, নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট