চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

লোহার রড মাথায় পড়ে বৃদ্ধার মৃত্যু মহেশখালীতে

মহেশখালী সংবাদদাতা

১ এপ্রিল, ২০২৩ | ১:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে টমটম গাড়িতে অতিরিক্ত বহন করা লোহার রড মাথায় ছিটকে পড়ে সালমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সালমা খাতুন কুতুবজোম বটতলী দক্ষিণ পাড়া গ্রামের আবুল বশরের স্ত্রী।

 

শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার কুতুবজোম বটতলী বাজারের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সকালে পৌরসভার বাজার থেকে একটি টমটম গাড়ি অধিক ওজনের লোহার রড নিয়ে ঘটিভাঙ্গায় যাওয়ার সময় রড ছিটকে বৃদ্ধার মাথার উপর পড়ে। রডের আঘাতে ওই নারী সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়রা ঘটনার জন্য গাড়ির চালক কালুর গাফিলতিকে দায়ী করেছেন।

 

মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক পূর্বকোণকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। ঘটনাস্থলে পুলিশ গেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট