চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি, ৭ দোকানিকে জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

২৯ মার্চ, ২০২৩ | ১০:২৬ অপরাহ্ণ

সাতকানিয়া উপজেলার পদুয়া বাজারে অস্বাস্থ্যকর অবস্থায় ইফতার সামগ্রী তৈরি ও বিক্রয়মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৭ দোকানিকে ৪২ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট তথা উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উল্যাহ।

 

তিনি জানান, পবিত্র মাহে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যসামগ্রী মজুদ করে উচ্চহারে মূল্য আদায়ের চেষ্টা করছে। অসাধু প্রবণতা প্রতিরোধে পদুয়া বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, বিক্রয়মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৭ দোকানিকে ৭ মামলায় ৪২ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ও পদুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট