চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ইয়াবার খোঁজে তল্লাশি, মিলল পৌনে ২ কোটি মূল্যের স্বর্ণ

সীতাকুণ্ড সংবাদদাতা

১৮ জানুয়ারি, ২০২৩ | ৯:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কোটি ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় ইয়াবার খোঁজে তল্লাশি চালানো হলে এসব বার পাওয়া যায়।

গ্রেপ্তার দুজন হলেন- আনোয়ারার কৈনপুরা গ্রামের সুনীল পালের ছেলে বাসু পাল (৩৫) ও বাঁশখালীর পালেগ্রামের মৃত শশাংক পালের ছেলে রতন পাল (৬০)।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

তিনি বলেন, পুলিশ সকালে মহাসড়কের যানজট কমানোর চেষ্টা করছিল। এ সময় ঘটনাস্থলে সন্দেহজনক চলাফেরা করতে দেখে দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। আমরা ভেবেছিলাম, তাদের কাছে ইয়াবা আছে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে স্বর্ণের বার থাকার কথা জানায়। এ সময় তাদের জুতার ভেতর থেকে এক কোটি ৭০ লাখ টাকার ২০টি বার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট