চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

নজর কাড়ছে বিনোদন স্পট লুসাই পার্ক

সুমন শাহ আনোয়ারা

১৮ ডিসেম্বর, ২০২২ | ১২:৩৯ অপরাহ্ণ

নাগরিক জীবনের ব্যস্ততা থেকে একটু হাফ ছেড়ে বাঁচতে অনেকেই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ব্যাকুল হয়ে ওঠেন। ভ্রমণপিয়াসী সেইসব মানুষের সময় এবং চাহিদার কথা মাথায় রেখেই প্রকৃতির নিবিড় ছোঁয়ায় মনোরম পরিবেশে গড়ে তোলা হয় নান্দনিক সৌন্দর্য বিনোদন স্পট এই লুসাই পার্ক। ব্যক্তিগত উদ্যোগে এই বিনোদনকেন্দ্র গড়ে তোলা হয়েছে। আনোয়ারা উপজেলায় পারকি সমুদ্র সৈকতের পাশে অবস্থিত লুসাই পার্ক নামের এই পিকনিক স্পটটির পরিচিতি এখন দেশজুড়ে।

 

সন্ধ্যা হলেই রঙিন বাতিতে উজ্জ্বল হয়ে উঠছে পার্কের নানা স্থাপনা। পুরো পার্কটি গাছপালায় সমৃদ্ধ। এখানে রয়েছে আপেল, কমলা, মাল্টা, বাদাম, আমলকি, আম, জাম, কাঁঠাল, নারিকেল, লিচু, বড়ই, পেয়ারা, জামরুল ও সুপারি গাছসহ হরেক রকমের বড়-ছোট গাছ। পার্কে রয়েছে একটি নান্দনিক রিসোর্ট । প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পার্কে চলে দর্শনার্থীর আনাগোনা।

 

এছাড়াও পাশের পারকি সমুদ্র সৈকতে ঘোড়া, রাইডিং বোট, বসার জন্য বড় ছাতাসহ হেলানো চেয়ার, মজার খেলা রিং থ্রো ইচ্ছে করলে হাতের নিশানা পরখ করে দেখতে পারেন। লুসাই পার্কের পরিচালক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ জানান, আনোয়ারায় সুন্দর ও প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা কোন বিনোদনকেন্দ্র নেই বললেই চলে।

 

তাই ২০১২ সালে প্রায় ৫ একর জায়গা নিয়ে পরিবেশবান্ধব পার্কটি তৈরি করা হয়েছে। যা এখন শুধু আনোয়ারার মানুষের বিনোদনের খোরাক মিটাচ্ছে না, বরং পুরো চট্টগ্রামের মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে। অনেক কাজ এখনও চলমান আছে। দর্শনার্থীরা আশা করেন এটি বাংলাদেশের প্রথম সারির একটি নান্দনিক পার্ক হিসেবে গড়ে ওঠবে।

 

পূর্বকোণ/আর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট