
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) দক্ষিণ জেলার আওয়ামী লীগ এ সম্মেলন স্থগিত রাখার নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়েছে। সম্মেলনের আগে কাউন্সিলরদের তালিকা দিতে না পারায় আমরা দ্বিতীয় অধিবেশন স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। তবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে দ্বিতীয় অধিবেশন যথারীতি অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার সকালে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন এমপি।
বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
পূর্বকোণ/পিআর/ এএইচ