চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

সয়াবিন চাষে আগ্রহ বাড়ছে

১৬ মে, ২০২২ | ১১:০৭ পূর্বাহ্ণ

এস.এম মোরশেদ মুন্না 

ফটিকছড়ি উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলক সয়াবিনের চাষ হয়েছে। সয়াবিন চাষে চট্টগ্রামের কয়েকটি উপজেলার মধ্যে নতুন যোগ হলো ফটিকছড়ি। প্রথমবারেই কৃষকদের বাজিমাত। আশানুরূপ উৎপাদন হওয়ায় এই চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। মূলত সয়াবিন চাষ সম্পর্কে উপজেলার কৃষকরা কিছুই জানতেন না। উপজেলা কৃষি অফিস হতে কৃষকদের বিনামূল্যে বীজসহ আনুষাঙ্গিক পরামর্শ-সহযোগিতা করে এই চাষে কৃষকদের আগ্রহী করে তুলেন এবং পরীক্ষামূলক উৎপাদনে সফলতা পেয়েছেন চাষিরা। ফটিকছড়িতে প্রথমবারের মতো ১ হেক্টর জমিতে সয়াবিনের চাষ হয়েছে। বেশিরভাগ ফসলই কাটা হয়ে গেছে। এটি একটি রবি মৌসুমের ফসল। বছরের ডিসেম্বর, জানুয়ারি মাসে বীজ বপন করতে হয়। লাইন করে সারিবদ্ধভাবে বীজ রোপণ করা যায়। তিন হতে চার মাসের মধ্যে ফসল ঘরে তোলা যায়। অনেকটাই ফেলন চাষের মতো সয়াবিন চাষ করতে হয়। ফসল পেকে শুকিয়ে গেলে কাটতে হয়। তবে, উৎপাদিত সয়াবিন দানা হতে কিভাবে সয়াবিন তেল বানানো হয় এ ব্যাপারে কৃষকরা কিছুই জানেন না। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সংশ্লিষ্টরাও তেল উৎপাদন সম্পর্কে তেমন অবগত নন। তবে, গরুর সুষম খাবার হিসাবে বাজারে সয়াবিন দানার বেশ কদর রয়েছে। কৃষকরা আপাতত তাদের উৎপাদিত সয়াবিন দানা যে কোন ফিডের দোকানে ভাল দামে বিক্রি করতে পারবেন বলে জান যায়। জানতে চাইলে নাজিরহাট পৌরসভায় সয়াবিন চাষা মহিবুল্লাহ জানান, সয়াবিন যে চাষ হয় তাও জানতাম না। কৃষি অফিস হতে জানতে পেরেছি। প্রথমে আমরা তাদের জানিয়েছি, এই চাষ এখানে হবে না। পরে, তাদের অনুনয় বিনয় দেখে রাজি হয়েছি। আমি সয়াবিন চাষ করে সফল হয়েছি। আবু তাহের জানিয়েছেন, এই চাষ করতে বলায় প্রথমে হেসে ছিলাম। পরে, কৃষি অফিসারের অনুরোধে চাষ করেছি। ভালো উৎপাদন হয়েছে। জানতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, এম হাসানুজ্জামান জানান, আমি প্রথমবারের মতো ফটিকছড়িতে সয়াবিন চাষ করতে কৃষকদের আগ্রহী করে তুলি। তারা এই চাষ সম্পর্কে কিছুই জানে না। বিনামূল্যে বীজ, সারসহ সার্বিক সহযোগিতা করে সামান্য জমিতে পরীক্ষামূলকভাবে এ চাষ করিয়েছি। আশানুরুপ উৎপাদন হয়েছে। উৎপাদন দেখে কৃষকরা এই চাষে ঝুঁকছেন। চট্টগ্রামের কোথাও সয়াবিন তেল বানানোর মেশিন নেই। নোয়াখালী জেলায় এই চাষ বেশ জনপ্রিয়, সেখানে মেশিন রয়েছে। এ ব্যাপারে আমরা কৃষকদের সার্বিক সহযোগিতা করবো।

পূর্বকোণ/এস 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট