চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

কাল আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ওরশ, হচ্ছে না কোন আনুষ্ঠানিকতা

এস এম মোরশেদ মুন্না, নাজিরহাট

২৩ জানুয়ারি, ২০২২ | ৩:২১ অপরাহ্ণ

আগামীকাল ২৪ জানুয়ারি গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ প্রকাশ হযরত সাহেব কেবলার ১১৬তম বার্ষিক ওরশ।

শতবৎসরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর এই মহান অলীর ওফাত (তিরোধান) দিবসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ হতে ভক্ত অনুরক্ত আশেকরা দরবারে সমাবেত হয়ে নানান আনুষ্ঠানিকতা পালন করলেও চলতি ওরশে তার কিছুই হচ্ছেনা। করোনা উর্ধ্বগতির কারণে সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দরবারের বিভিন্ন মঞ্জিল সূত্রে জানা গেছে।

তবে, দরবারে ভক্ত জায়েরিন গণ দরবারে আসছেন, স্ব স্ব মঞ্জিলের নির্দেশনা মতে জেয়ারত সেরে তবারুক গ্রহন করে আবার গন্তব্যে ফিরে যাচ্ছেন।  এদিকে গত দুই দিন ধরে উপজেলা প্রশাসনের পক্ষে দরবারের আশপাশে সরকারি নির্দেশনা মানার ব্যাপারে মাইকিং করে সচেতন করা হচ্ছে। জানতে চাইলে গাউছিয়া আহমদীয়া মঞ্জিলের শাহাজাদা, সৈয়দ নুরুল ইসলাম রুবাব জানান, ওরশ হবে, কোন আনুষ্ঠানিকতা হবেনা। মিলাদ, মাহাফিল কিছুই হবেনা। যা হবে অনলাইনের মাধ্যমে হবে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত সবাইকে মানতে হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, করোনা সংক্রমণ বাড়ার কারণে মন্ত্রী পরিষদের যা সিদ্ধান্ত এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। উপজেলা প্রশাসনের পক্ষে দরবারের সব মঞ্জিলকে এ ব্যাপারে জানানো হয়েছে। জনসচেতনতা বাড়াতে দরবারে মাইকিং করেছি তা অব্যাহত থাকবে। আইন পরিপন্থী কিছু হলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট