চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা

অনলাইন ডেস্ক

২৩ মে, ২০২৩ | ৩:২০ অপরাহ্ণ

দেশে মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

মঙ্গলবার (২৩ মে) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। 

মোস্তফা কামাল পলাশ জানান, মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে একটি কালবৈশাখী ঝড় পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আগামীকাল বুধবার (২৪ মে) সকাল ১০টা থেকে ১২টার মধ্যে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই কালবৈশাখী ঝড়টি প্রায় ৬৪টি জেলার উপর দিয়েই অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

এই আবহাওয়াবিদ বলেন, ২৩ মে থেকে শুরু করে ২৫ মে পর্যন্ত ৩ দিন দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

পূর্বকোণ/এ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট