চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে

দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ

আজ চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলাসহ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে। এসময় চট্টগ্রামে গত কয়েকদিনের তুলনায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে বলে জানায় চট্টগ্রাম আবহাওয়া অফিস। গত কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টি হলেও গতকাল (শুক্রবার) চট্টগ্রামে কোনো বৃষ্টিপাত ছিল না। তবে দেশের কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় হয়।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, চট্টগ্রামসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

চট্টগ্রামে বাতাসের দিক ও গতিবেগ : দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১৫-২০ কি.মি বেগে যা অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৩০ কি. মি. বেগে প্রবাহিত হতে পারে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত ও আগামীকালের সূর্যোদয় : আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ১২ টা ৫৩ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ৭টা ২৬ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ১ টা ৯ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৮ টা ১ মিনিটে।

পূর্বকোণ/এ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট