চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

৩ দিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টি ও গরম

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২২ | ১২:৩২ অপরাহ্ণ

শরতের আকাশে যেন রোদ-বৃষ্টি খেলা। এ সময় আকাশে টুকরো টুকরো সাদা মেঘের ভেলা দেখা যায়। আবার কালো মেঘে ঢেকে গেছে বিশাল আকাশ- নামছে বৃষ্টি। এমন পরিস্থিতিতে নগরীতে বেশ গরমও পড়ছে । গত কয়েক দিন ধরে এমনই যাচ্ছে চট্টগ্রামের আবহাওয়া।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী তিনদিনের মধ্যে চট্টগ্রামসহ সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে, সাথে গরমও।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোন কোন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে চট্টগ্রামসহ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গতকালের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে।

জোয়ার-ভাটা : আজ কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে রাত ১টা ১৮ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ৮টা ৪ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ১টা ৩১ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৮টা ১৯ মিনিটে।

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট