চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

তাপমাত্রা বৃদ্ধির আভাস

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২২ | ১০:৫৯ পূর্বাহ্ণ

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ সারাদেশে বাড়তে পার তাপমাত্রা। গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় নগরীতে বৃষ্টি হয়। এসময় নগরীতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, আজ চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

গতকালের তাপমাত্রা : গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে।

জোয়ার-ভাটা : আজ কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে ভোর ৪টা ৪৮ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ১১টা ২৪ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৫টা ১৯ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ১১টা ২৯ মিনিটে।

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট