চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

ঈদ কাটাতে হতে পারে বৃষ্টির মধ্যে

আবহাওয়া ডেস্ক

৪ জুন, ২০১৯ | ১:৪০ অপরাহ্ণ

ঈদ কাটাতে হতে পারে বৃষ্টির মধ্যে। আকাশ আংশিক মেঘলা রয়েছে। আগামী তিন দিন বৃষ্টি থাকতে পারে। দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, আগামী তিন দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সুতরাং বৃষ্টি বন্দি হয়েও কাটাতে হতে পারে এবারের ঈদ।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বাংলাদেশে। চাঁদ না উঠলে ৬ জুন ঈদুল ফিতর উদযাপন করা হবে।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট