চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক

৩ জুন, ২০১৯ | ১২:৫২ অপরাহ্ণ

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল সোমবার (৩ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গত রোববার (২ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়া ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছী ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাতও হয়েছে বদলগাছীতে ৮৬ মিলিমিটার।

গতকাল সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৭১ শতাংশ। রাতে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বকোণ/ ময়মী

শেয়ার করুন