চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

স্বস্তির বৃষ্টির পর ১ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া ডেস্ক

১ জুন, ২০১৯ | ৩:৫০ অপরাহ্ণ

গত কয়েক দিনের তীব্র গরমের পর আজ ১ জুন (শনিবার) সকালের বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে । এই বৃষ্টির পর দেশের বিভিন্ন অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম, ঢাকা, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার এবং সিলেট এর উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরসমূহকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়।

উল্লেখ্য, গত কিছুদিন যাবত তীব্র গরমে নাগরিক জীবনে ব্যাপক অস্থিরতা বিরাজ করছিল। প্রচন্ড গরমে বিভিন্ন জায়গায় দেখা গেছে মানুষ মাথায় মুখে পানি দিয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করছিল। শনিবার সকালে নগরীতে নেমে আসে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। এতে একটু হলেও স্বস্তি ফিরেছে। এই ধারা থাকতে পারে ঈদযাত্রাতেও। অর্থাৎ, বৃষ্টি ঝরতে পারে ৫ জুন পর্যন্ত। তবে বেশি বৃষ্টি হলে তা আবার যাত্রীদের ভোগান্তিতেও ফেলতে পারে।

পূর্বকোণ/ পলাশ

শেয়ার করুন