চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মধ্যরাতে ‘কয়েলের’ আগুনে পুড়ল বাঁশখালীর ২ ঘর

বাঁশখালী সংবাদদাতা

২০ মার্চ, ২০২৪ | ১২:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছ‌ড়িতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৯ মার্চ) গভীর রাতে বৈলছড়ি ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. খালেদ হক ও ডাক্তার জেসমিন জাবের জেসির বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় ও ক্ষ‌তিগ্রস্ত প‌রিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে লাগা আগুনে দুটি বসতঘর পুড়ে কয়েক লক্ষা‌ধিক টাকার মালামাল পুড়ে যায়।

 

বাঁশখালী ফায়ার সার্ভিস টিমের লিডার আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট