
কুতুবুল আকতাব, হজরত শাহ সুফি আমানত খান (রহ.) আওলাদেপাক ও মোতোয়ালী আলহাজ শাহজাদা শরফুদ্দিন মো. শওকত আলী খান শাহিন মিয়ার মাতা ও হজরত শাহজাদা ফৌজুল আলী খান (রহ.) র সহধর্মিণী মোছাম্মৎ হালিমা খানমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। গত বাদে এশা দরগাহ শরিফ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বুধবার ভোর ৬টায় ইন্তেকাল করেন মোছাম্মৎ হালিমা খানম। মৃত্যুকালে তিনি ১ কন্যা ও ১ পুত্র রেখে গেছেন।
এদিকে, মোছাম্মৎ হালিমা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওলাদে বাবা জান কেবলা শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
পূর্বকোণ/এএইচ