চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পটিয়া পৌর কাউন্সিলরের বাড়ির বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

পটিয়া সংবাদদাতা

১৬ জানুয়ারি, ২০২৫ | ৭:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামে কাউন্সিলর রুপক সেনের বাড়ির বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করে পটিয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া পিডিবির সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে বিদ্যুতের মিটারের পাশ দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার বিষয়টি ধরা পরে।

 

অভিযানে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে মিটার ও তার জব্দ করা হয়। এ বিষয়ে পটিয়া পিডিবির সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন,  পৌর কাউন্সিলরের দ্বিতীয়তলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ পাওয়াতে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। মিটার ও তার জব্দ করা হয়। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, কাউন্সিলর রুপক সেন পটিয়া পৌরসভার ৫ বারের কাউন্সিলর ও সর্বশেষ তিনি প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের গুলি চালানোর ঘটনায় দায়েরকৃত মামলার আসাসি হওয়ার পর থেকে তিনি আত্বগোপনে রয়েছে।

 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট