প্যারিসে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে গতকাল পর্দা নামলো বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আয়োজন অলিম্পিক। গতকাল শেষ দিনে বেশ কয়েকটি ইভেন্ট সম্পন্ন হয়। এর মধ্যে মেয়েদের ম্যারাথনে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডসের সিফান হাসান। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪০টি সোনা, ৪৪টি রুপা ও ৪২টি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। সমান সংখ্যক ৪০টি সোনা ২৭টি রুপা ও ২৪টি সোনা নিয়ে দ্বিতীয় স্থানে ছিল চীন। এছাড়া জাপান ২০, অস্ট্রেলিয়া ১৮, ফ্রান্স ১৬, নেদারল্যান্ডস ১৫, গ্রেট বৃটেন ১৪, দক্ষিণ কোরিয়া ১৩, ইতালি ও জার্মানি ১২ এবং নিউজিল্যান্ড ১০টি সোনা জিতেছে।
প্যারিস অলিম্পিকের শেষ দিনে মেয়েদের ম্যারাথনে ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন সিফান। ৩১ বছর বয়সী এই এথলেট ভেঙেছেন ২০১২ সালের লন্ডন অলিম্পিকসে (২ ঘণ্টা ২৩ মিনিট ০৭ সেকেন্ড) ইথিওপিয়ার টিকি জেলানার গড়া রেকর্ড। চলতি আসরে এ নিয়ে তৃতীয় পদক জিতলেন সিফান, সব মিলিয়ে অলিম্পিকসে তার পদক সংখ্যা দাঁড়াল ৬টি। তবে ষষ্ঠ পদকটি সিফানের নাম তুলে দিয়েছে ইতিহাসের পাতায়। ম্যারাথনে নেদারল্যান্ডসের প্রথম সোনা জয়ী এথলেট তিনিই। সিফানের চেয়ে মাত্র ৩ সেকেন্ড পিছিয়ে ইথিওপিয়ার আসিফা রুপা ও কেনিয়ার হেলেন ওবিরি পেয়েছেন ব্রোঞ্জ।
পুরুষ ওয়াটার পোলোর ফাইনালে প্রতিবেশী ক্রোয়েশিয়াকে ১৩-১১ গোলে হারিয়ে সোনা জিতেছে সার্বিয়া। ছেলেদের হ্যান্ডবলের ফাইনালে জার্মানিকে ৩৯-২৬ গোলে হারিয়ে সোনা জিতেছে ডেনমার্ক।
মেয়েদের ৮১ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন চীনের ভারোত্তোলক লি ওয়েনওয়েন। স্ন্যাচে ১৩৬ কেজি ওজন তোলা ওয়েনওয়েন ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১৭৩ কেজি। সব মিলিয়ে ৩০৯ কেজি তুলে সোনা জিতেছেন তিনি। ২৯৯ কেজি তুলে রুপা দক্ষিণ কোরিয়ার পার্ক জিয়েজিয়েংয়ের, ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের এমিলি ক্যাম্পবেল (২৮৮ কেজি)।
মেয়েদের ভলিবলের সোনা জিতল ইতালি। গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে ৩-০ সেটে হারিয়ে সোনা জিতেছে ইতালিয়ান মেয়েরা। মেয়েদের অমনিয়াম, পয়েন্টস রেসের সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের জেনিফার ভ্যালেন্তে। ১৪৪ পয়েন্ট পেয়েছেন ভ্যালেন্তে। ১৩১ পয়েন্ট পেয়ে রুপা জিতেছেন পোল্যান্ডের দারিয়া পিকুলিক। ব্রোঞ্জ জিতেছেন নিউজিল্যান্ডের অ্যালি উলাস্টন (১২৫)। এবারের অলিম্পিকে যুক্তরাষ্ট্রের এটি ৩৯তম সোনার পদক।
পূর্বকোণ/এসএ