চট্টগ্রাম বুধবার, ২২ মে, ২০২৪

শুরুতেই শামসুন্নাহারের গোলে লিড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২২ | ৫:৪৮ অপরাহ্ণ

দ্বিতীয় বারের মতো সাফ চ্যাম্পিয়শিপের ফাইনালে নেমেছে বাংলাদেশের নারীরা। স্বাগতিক নেপালকে থমকে দিয়ে ১৪ মিনিটেই শামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে গিয়েছে দলটি।

ম্যাচের ১৪ মিনিটই বাংলাদেশকে লিড এনে দিয়েছেন বদলি ফুটবলার শামসুন্নাহার (জুনিয়র)। মনিকা চাকমার ডান প্রান্ত থেকে করা ক্রস বক্সের মধ্যে দারুণভাবে নিজের স্কিল দেখান শামসুন্নাহার। কোনাকুনি প্লেসিংয়ে তিনি গোল করেন।

নারী সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। ২০১৬ সালের আসরে ভারতের বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ হয় মেয়েদের। এবার স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপার স্বপ্ন ছোঁয়ার দৃঢ়তা মেয়েদের।
এর আগে বাংলাদেশ নারী দল সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ৮-০ গোলের বিশাল জয় পায়। সাতক্ষীরার মেয়ে ও বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন হ্যাটট্রিক করেন। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশ নারী ফুটবল দলের।

পূর্বকোণ/পিআর /পারভেজ

শেয়ার করুন