চট্টগ্রাম বুধবার, ২২ মে, ২০২৪

সাফের শিরোপা জিততে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২২ | ৪:৪৬ অপরাহ্ণ

দ্বিতীয় বারের মতো সাফ চ্যাম্পিয়শিপের ফাইনালে নামছে বাংলাদেশের নারীরা। আগেরবার ভারতের কাছে পরাস্ত হয়ে রানার্স আপ হওয়া দলটি এবার শিরোপা জিততে মুখোমুখি হবে নেপালের। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ একাধিকবার হারিয়েছে নেপালকে। কিন্তু জাতীয় দলের কাছে নেপাল আজও অজেয়। সাফ, এসএ গেমস ও অলিম্পিক বাছাই মিলিয়ে দুই দল আটবার মুখোমুখি হয়েছে। নেপাল জিতেছে ছয়বারই, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। তার ওপর নেপালের মেয়েরা খেলবে নিজেদের মাঠে, ঘরের দর্শকদের সমর্থন নিয়ে। তবে গত পাঁচ আসরের তুলনায় এবারের সাফে মন ভরানো ফুটবল খেলছে বাংলাদেশ।

 

এখন পর্যন্ত চার ম্যাচে বাংলাদেশের জালে গোল দিতে পারেনি কোনো দলই। অন্যদিকে বাংলাদেশ প্রতিপক্ষের জালে করেছে ২০ গোল, নেপাল করেছে ১১ গোল। টুর্নামেন্টে এরই মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের ফরোয়ার্ড সাবিনা। রক্ষণে আঁখি খাতুন, মাসুরা পারভীন, শিউলি আজিম ও শামসুন্নাহার চীনের প্রাচীর তুলে রাখেন প্রতি ম্যাচেই। মাঝমাঠের আস্থা মারিয়া মান্দা ও মনিকা চাকমা।

নেপালে ফুটবল দর্শকদের উন্মাদনা বেশ ঈর্ষণীয়। নিজ দলের খেলার পাশাপাশি তাদের উপস্থিতি থাকে ভিনদেশি দলের ম্যাচেও। গ্যালারিভর্তি দর্শকের সামনে তাই বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনকে তাই স্বাগতিক দর্শক নিয়েও ভাবতে হচ্ছে। যদিও সাবিনাদের অনেকেরই হাজারো দর্শকের উপস্থিতিতে খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচ হওয়ায় তাদের উত্তীর্ণ হতে হবে স্নায়ু পরীক্ষাতেও।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন