চট্টগ্রাম বুধবার, ২২ মে, ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে জয়ে শুরু টাইগ্রেসদের

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২২ | ১২:২৯ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকায় ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেতে বাংলাদেশ দল অংশ নিচ্ছে বাছাইপর্বে।

আবুধাবীতে রবিবার (১৮ সেপ্টেম্বর) শুরু হয়েছে বাছাইপর্ব। উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানার ১০ চার ও ১ ছয়ে ৫৩ বলে ৬৭ ও শামীমা সুলতানার ৭ চারে ৪৮ রানের উপর ভর করে নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে।

জবাব দিতে নেমে আইরিশ মেয়েরা লড়াই করলেও টাইগ্রেস বোলারদের নৈপুন্যে ২ বল অবশিষ্ট থাকতেই ১২৯ রানে অল-আউট হয়ে যায়।

আইরিশদের পক্ষে এইমার রিচার্ডসন ৪০ ও এমি হান্টার ৩৩ রান করেন। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন মাত্র ১৯ রানে ৩ উইকেট লাভ করেন। ২টি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার।

১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত অন্যান্য ম্যাচে থাইল্যান্ড আরব আমিরাতকে, জিম্বাবুয়ে পাপুয়া নিউগিনিকে ও স্কটল্যান্ড যুক্তরাষ্ট্রকে হারিয়েছে। আসরে ১৯ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ মেয়েরা।

পূর্বকোণ/কিরণ/মামুন

শেয়ার করুন