চট্টগ্রাম বুধবার, ২২ মে, ২০২৪

নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ যুবারা

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২২ | ১২:০৭ পূর্বাহ্ণ

এফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) বাহরাইনের শেখ আলী বিন মোহাম্মদ আল খলিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়ের সুবাদে বাংলাদেশ যুবাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৭। আসরে তারা ২ জয়ের বিপরিতে বাহরাইনের বিরুদ্ধে ড্র ও কাতারে কাছে হার মানে।

গ্রুপের শেষ ম্যাচে কাতার ও বাহরাইনের বিরুদ্ধে ম্যাচটিতে স্বাগতিক বাহরাইন জিতলে (রবিবার মধ্যরাত, বাংলাদেশ সময় সোমবার রাত ২টা) গ্রুপ সেরা হিসাবে তারা চলে যাবে চূড়ান্ত পর্বে।

অন্যদিকে কাতার জিতলে বা ম্যাচ ড্র হলেও কাতারই গ্রুপ সেরা হবে। বাহরাইন হারলে বাংলাদেশের সাথে পয়েন্ট সমান হলেও ১০ গ্রুপে সেরা ৫ রানার আপের একটি হওয়ার অপেক্ষায় থাকবে বাহরাইন। কারণ তারা বাংলাদেশের তুলনায় গোল গড়ে এগিয়ে। আসরে বাংলাদেশ ৫ গোল দিয়ে ৪ গোল হজম করেছে।

অন্যদিকে শেষ ম্যাচের আগে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা বাহরাইন ৮ গোলের বিপরিতে নিজেদের জালে বল দেখেছে মাত্র ১ বার। আসরে ভালো খেললেও তাই শূন্য হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশ যুবাদের।

 

পূর্বকোণ/কিরণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট