দুইমাস ধরে চলমান জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল আজ রবিবার (২৯ মে) রাতে অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণী ম্যাচে রাজস্থানের পক্ষ নিয়েছেন সাবেক পাকিস্তানী পেসার শোয়েব আখতার। ‘স্পোর্টসক্রীড়া’র সঙ্গে এক আলাপচারিতায় বিপক্ষ দল ‘গুজরাটকে গুড়িয়ে দিতে’ বলেন তিনি।
ক্রিড়াভিত্তিক এপস ‘স্পোর্টসক্রীড়া’র সঙ্গে সাক্ষাৎকারে সাবেক এই গতিতারকা বলেন, ‘একটা দল ১৪ বছর পর ফাইনালে উঠেছে। অবশ্যই শেন ওয়ার্নকে মনে রাখতে হবে। তার স্মৃতিকে সঙ্গী করে রাজস্থান মাঠে নামুক এবং ওয়ার্নের জন্য গুজরাটকে গুড়িয়ে দিক।’
আইপিএলের প্রথম আসরেই সবাইকে চমকে দিয়ে ওয়ার্নের অধিনায়কত্বে শিরোপা জিতে নিয়েছিল রাজস্থান। গত মার্চে কোটি অনুরাগীকে শোকের সাগরে ভাসিয়ে ধরাধাম ত্যাগ করেছেন সাবেক কিংবদন্তি অজি স্পিনার ওয়ার্ন। তার হাত ধরে প্রথম আইপিএল জয়ের পর শিরোপা জেতা তো দূরের কথা আর কখনো ফাইনালেও উত্তীর্ণ হতে পারেনি রাজস্থান। আজ দ্বিতীয় বারের মতো শিরোপা জিততে রাত ৮টায় মুখোমুখি হবে রাজস্থান রয়েলস ও গুজরাট টাইটানস।
পূর্বকোণ/এস/পারভেজ