চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

অবশেষে বাংলাদেশকে উইকেট এনে দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২২ | ৪:২৬ অপরাহ্ণ

শুরুর থেকে দশ ওভারে লাগামছাড়া বোলিংয়ে আফগানরা পেয়ে গেছে নিখুঁত এক সূচনা। সেটা মাঝের ওভারেও টেনে আনছিলেন দুই আফগান ওপেনার রিয়াজ হাসান ও রহমানউল্লাহ গুরবাজ।
তবে তাদের এ যাত্রায় বাধা দিলেন সাকিব আল হাসান।

গুরবাজকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেললেন। তাতেই বাংলাদেশ পেল প্রথম উইকেটের দেখা।

এর আগে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে ওপেনার তামিম ইকবাল এ ম্যাচেও ব্যর্থ হলেন। দলীয় ১১তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১১ রানে ফজলহক ফারুকি তাকে সরাসরি বোল্ড করেন।

ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাশ, ২১তম ওভারে দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ। তবে পরের ওভারেই ব্যক্তিগত ৩০ রান করে আজমতউল্লাহ ওমরজাই বলে বোল্ড হন সাকিব আল হাসান। ৩৬ বলে ৩টি চারে নিজের ইনিংস সাজান সাকিব।

তবে রশিদ খানের বলে উইকেট বিলিয়ে দেন মুশফিকুর রহিম। দলীয় ২৭তম ওভারে ব্যক্তিগত ৭ রানে উইকেটের পেছনে রহমতউল্লাহ গুরবাজকে ক্যাচ দেন তিনি। রশিদের পরের ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াসির আলী।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১টায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট