চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

মিরপুরে ফের বৃষ্টির হানা

স্পোর্টস ডেস্ক

৫ ডিসেম্বর, ২০২১ | ১:৫৭ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত আছে আজও। এর প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টে। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে খেলা শুরু হতে পারেনি বৃষ্টির কারণে। খেলা বন্ধ হওয়ার পর এক ঘণ্টা পেরিয়ে গেল কিন্তু বৃষ্টি থামাথামির নাম নেই। উইকেটের চারপাশ তো বটেই, ঢেকে রাখা হচ্ছে এখন আউটফিল্ডের নানা অংশও।

এমন বিরূপ প্রাকৃতিক অবস্থার মধ্যেও কিছু দর্শক গ্যালারিতে অপেক্ষায়, কখন শুরু হবে খেলা। অনেক অপেক্ষার পর শুরু হওয়া খেলা চলতে পারল কেবল আধঘণ্টার মতো। আবার বৃষ্টিতে ১টা ২০ মিনিটে বন্ধ হলো খেলা।

খেলা বন্ধ হওয়ার সময় ৬৩.২ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ১৮৮। দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৬.২ ওভার, রান এসেছে ২৭। বাবর আজম খেলছেন ৭১ রানে, আজহার আলি ৫২ রানে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট