চট্টগ্রাম মঙ্গলবার, ২১ মে, ২০২৪

সর্বশেষ:

বিকাল সাড়ে ৫ টায় ফাইনালে মুখোমুখি ব্রাজিল-স্পেন

ক্রীড়া ডেস্ক

৭ আগস্ট, ২০২১ | ৪:১৭ অপরাহ্ণ

টোকিওর সাইতামা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ (৭ আগস্ট) শনিবার বিকাল সাড়ে ৫ টায় ফুটবলের স্বর্ণপদকের লড়াইয়ে নামতে যাচ্ছে ব্রাজিল ও স্পেন। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মেক্সিকোকে পরাজিত করে ব্রাজিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মেক্সিকোকে ১-৪ ব্যবধানে পরাজিত করে ফাইনালের টিকেট হাতে পায় রিও অলিম্পিকের সোনাজয়ীরা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক জাপানকে হারিয়েছে স্পেন। এই ম্যাচেও নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। পরে অতিরিক্ত সময়ে (১১৫ মিনিটে) গোল করে স্পেনকে আনন্দে ভাসান মার্কো এ্যাসেনসিও। আসরে জাপানকে হারিয়ে এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে মেক্সিকো।

প্রসঙ্গত, ফাইনালের দু’দলই একবার করে অলিম্পিক শিরোপার স্বাদ পেয়েছে। ২০১৬ সালে নিজিদের দেশে রিও অলিম্পিকে জার্মানিকে হারিয়ে স্বর্ণ জিতেছিল ব্রাজিল। আজ তারা ফাইনালে খেলবে স্বর্ণপদকটি নিজেদের কাছেই রেখে দেবার মানসে। অন্যদিকে ১৯৯২ সালে বার্সেলোনা আসরে পোল্যান্ডকে হারিয়ে স্বর্ণ জিতেছিল স্পেন। এখানে মজার তথ্য হলো, টানা দুটি অলিম্পিক স্বর্ণ জিতেছিল ১৯০৮ ও ১৯১২ সালে গ্রেট ব্রিটেন, ১৯২৪ ও ১৯২৮ এ উরুগুয়ে, হাঙ্গেরি ১৯৬৪ ও ১৯৬৮ এবং আর্জেন্টিনা ২০০৪ ও ২০০৮ সালে। দেখার বিষয় আজকের ফাইনালে একই কাজটি ব্রাজিল করতে পারে কিনা। নাকি উৎসব করবে স্প্যানিশরা?

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট