চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

ঠিকানা বদলে নতুন প্রত্যাশা সুমনার

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর, ২০২০ | ৪:৩৫ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার নারী দলের প্রিয়মুখ এশলেই গার্ডনারও আলো ছড়াচ্ছেন দলটির জার্সিতে। একসময় অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন থেরেসে ম্যাকগ্রেগর, মিচেল গোসকো, অলিভিয়া ম্যাগনো এবং শ্যারন মিলান্টারা। এরা সবাই ব্যাংকসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাবের হয়েও মাঠ মাতিয়েছেন। এবার বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস সুমনার সামনে সুযোগ এই ক্লাবে কিছু করে দেখানোর। ক্লাবটি এনএসডব্লিউ উইমেন্স প্রিমিয়ার ক্রিকেট প্রতিযোগিতায় বেশ কিছু দল পরিচালনা করে। যার ফাস্ট গ্রেডের দলটিতে খেলবেন সুমনা। সুমনার গত মৌসুমটি কেটেছে সিডনি ক্রিকেট ক্লাবে। সিডনিকে চ্যাম্পিয়ন করেই এবার ঠিকানা বদলে ফেললেন। আগামী ২০২০-২১ মৌসুম ব্যাংকসটাউন ক্লাবের হয়ে মাঠ মাতাবেন তিনি। ব্যাংকসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাব সিডনির অন্যতম শক্তিশালী ক্লাব। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম গ্রেডের প্রিমিয়ার লিগে টানা ৬ মৌসুম নজিরবিহীন সাফল্য পায় দলটি। ব্যক্তিগত কিছু সুযোগ-সুবিধার কারণেই সুমনা নতুন ক্লাবে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘সিডনি ক্রিকেট ক্লাবটিতে আমার অনেক স্মৃতি। ওই ক্লাব ছাড়তে খারাপ লাগছিল। তারপরও ছাড়লাম অনেকগুলো কারণে। এর মধ্যে দূরত্ব একটি সমস্যা ছিল। নতুন ক্লাবটি আমার বাসার কাছে। সুতরাং অনুশীলন থেকে শুরু করে সবকিছুতেই আমার সুবিধা হবে।’ ২০১৬ সালের আগস্টে আয়ারল্যান্ড সফরে প্রথমবার জাতীয় দলে ডাক পান সুমনা। তবে অভিষেকের জন্য অপেক্ষা করতে হয় প্রায় দুই বছর। ২০১৮ সালের মার্চে ২০ বছর বয়সী অলরাউন্ডার আন্তজার্তিক অঙ্গনে পা রাখেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে। ওই সফরে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেই থেমে যায় সুমনার আন্তর্জাতিক ক্যারিয়ার! স্পিনিং অলরাউন্ডার হলেও তিন ম্যাচের কোনোটিতেই বল হাতে দেখা যায়নি তাকে। দেশের জার্সি আবার গায়ে জড়িয়ে মাঠ মাতানোর স্বপ্ন বুকে নিয়েই সুমনা গত দুই বছর ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করেছেন। তার ছোঁয়াতেই ক্লাবটি শিরোপা খরা কাটিয়েছে নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার লিগের ওয়ানডে প্রতিযোগিতা জিতে। এবার সুমনার নতুন মিশন, ‘বর্তমান দলটি বেশ ভালো। এখানে অনুশীলন সুযোগ-সুবিধাও খুব ভালো। সিডনি দলের মতো এই দলটিতেও বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। গত মৌসুম দলটি ততটা ভালো করেনি, পঞ্চম হয়ে প্রিমিয়ার লিগে। আশা করি আসন্ন মৌসুমে ওদের হয়ে আমি ভালো করতে পারবো।’

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট