চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

শাহ আমানতে অবতরণ ইউএস বাংলা’র

বৈরি আবহাওয়া : ইউএস বাংলার দুটি ফ্লাইট ঢাকার পরিবর্তে শাহ আমানতে অবতরণ

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০১৯ | ১০:১১ অপরাহ্ণ

বৈরী আবহাওয়ার কারণে রাজশাহী ও সৈয়দপুরের বিমানের দুটি ফ্লাইট ঢাকার পরিবর্তে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শুক্রবার সন্ধ্যার পর রাজশাহী থেকে আসা বাংলাদেশ বিমান এবং সৈয়দপুর থেকে আসা সংস্থা ইউএস বাংলার দুটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে।জানা গেছে, সন্ধ্যার পর থেকে ঢাকায় হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের ওঠানামা বিঘ্নিত হয়। এ সময় রাজশাহী থেকে ঢাকা অভিমুখী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-৪৯২) চট্টগ্রামে অবতরণ করে। এরপর সৈয়দপুর থেকে ঢাকা অভিমুখী ইউ এস বাংলার আরেকটি ফ্লাইট (১৫৮) চট্টগ্রামে অবতরণ করে।চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এ বি এম সরওয়ার-ই-জামান এই খবর নিশ্চিত করে জানান, ঢাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্লাইট নামতে না পারায় এরই মধ্যে দুটি ফ্লাইট চট্টগ্রামে ডাইভার্ট করা হয়েছে। আরও ফ্লাইট চট্টগ্রামে অবতরণের সম্ভাবনা আছে। ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো পুনরায় ঢাকায় পাঠানো হবে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট