চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আজ জাতীয় ভ্যাট দিবস

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৪ | ১১:২৬ পূর্বাহ্ণ

আজ মঙ্গলবার জাতীয় ভ্যাট দিবস। একই সঙ্গে শুরু হচ্ছে জাতীয় ভ্যাট সপ্তাহ। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভ্যাটের আয়ে চলবে দেশ, গড়ব নতুন বাংলাদেশ’।

 

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চট্টগ্রামেও বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে আজ নগরীর রেডিসন ব্লুতে সেমিনারের আয়োজন করেছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

ভ্যাট কমিশনার মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার ড. মো. সামছুল আরেফিন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক একেএম নুরুল হুদা আজাদ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার মো. মাহফুজুল হক ভুঁঞাঁ, কাস্টমস হাউস কমিশনার জাকির হোসেন এবং কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. শফি উদ্দিন উপস্থিত থাকবেন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট