চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

২ বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

অনলাইন ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৪ | ৪:৪১ অপরাহ্ণ

দুই বছর পর আবারও যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বন্দর থেকে চালানটি খালাস করা হয়। এর আগে রবিবার রাতে ভারত থেকে চালবোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশ করে। প্রথম চালানে এসেছে ১০৬ টন চাল।

 

যশোরের মাহবুবুল আলম ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠান এই চালের আমদানিকারক। আমদানি করা নন বাসমতি চালের এলসি মূল্য ৪৫ হাজার ১৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৫৪ লাখ ১৮ হাজার। অর্থাৎ, আমদানি করা প্রতিকেজি চালের দাম পড়েছে প্রায় ৫২ টাকা।

 

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) সজিব নাজির জানান, রাতে বেনাপোল বন্দরে আসা চাল শুল্কায়নের পর দ্রুত ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়।

 

আমদানিকারক মাহবুবুল আলম জানান, আমদানি করা এই চাল নেওয়া হবে ঢাকায়। সীমান্তের ওপারে আরও ১০০ টন চাল বেনাপোল বন্দরে প্রবেশর অপেক্ষায় রয়েছে।

 

খাদ্য মন্ত্রণালয়ের শর্তে বলা হয়েছে, আমদানিকারকদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব চাল দেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি ইস্যু করা যাবে না। আমদানি করা চাল অন্য প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত করা যাবে না। আমদানি করা চাল বস্তায় বিক্রি করতে হবে।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট