চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

উপদেষ্টা হচ্ছেন আরও ৫ জন, সন্ধ্যায় শপথ

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২৪ | ২:৫৭ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আরও পাঁচজন যোগ দিতে পারেন। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান হতে পারে।

 

জানা গেছে, নতুন নিয়োগ পেতে যাওয়া উপদেষ্টাদের জন্য ৫টি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। যারা সরকারে আসছেন ইতোমধ্যে তাদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।

 

মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।

 

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, নতুন উপদেষ্টাদের গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি। পাঁচটি গাড়ি প্রস্তুত রাখছি।

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান, ক্যাবিনেটের পরিসর বাড়ছে। এখনই আমরা সংখ্যাটা কিংবা নাম প্রকাশ করছি না। সন্ধ্যার পরে শপথ অনুষ্ঠিত হবে।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

সরকারের তরফ থেকে কোন নাম বা সংখ্যা প্রকাশ করা না হলেও বঙ্গভবনের একজন কর্মকর্তা বলেছেন, নতুন পাঁচজন উপদেষ্টার শপথের আয়োজন করা হয়েছে সেখানে।

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও পাঁচজন যুক্ত হলে সংখ্যা বেড়ে হবে ২৬ জন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট