তথ্য অধিদপ্তর (পিআইডি), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এবং গণযোগাযোগ অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এসব পদে নতুন কর্মকর্তাদের পদায়ন করেছে।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামুল কবীরকে চলতি দায়িত্বে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা করা হয়েছে। আর সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন চলতি দায়িত্বে ডিএফপির ডিজি পদে নিয়োগ পেয়েছেন। তিনি প্রেষণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ও মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
অন্যদিকে, ডিএফপির ডিজি আকতার হোসেনকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ