চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

জিডিপি প্রবৃদ্ধি সামান্য বেড়ে ৫.৮২ শতাংশ

অনলাইন ডেস্ক

৩১ আগস্ট, ২০২৪ | ৯:৪৪ অপরাহ্ণ

সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে তার আগের বছরের তুলনায় মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ।

 

২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধির তুলনায় সাময়িক হিসাবটিতে তা সামান্য বেড়েছে।

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস শনিবার (৩১ আগস্ট) জিডিপি প্রবৃদ্ধির এই তথ্য অনলাইনে প্রকাশ করেছে।

 

২০২২-২৩ অর্থবছরে তার আগের বছরের তুলনায় চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ। অথচ ওই অর্থবছরে সাময়িক হিসাবে সেটি ছিল ৬ দশমিক শূন্য ৩ শতাংশ।

 

ওই হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরেরও চূড়ান্ত প্রবৃদ্ধি সাময়িক হিসাবের চেয়ে কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

তীব্র গণআন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ৭ দশমিক ৫০ শতাংশ, যা পরে নামিয়ে আনা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশে। সাময়িক হিসাবে দেখা যাচ্ছে, সেই সংশোধিত লক্ষ্যও অর্জন করা সম্ভব হয়নি।

 

বিবিএস বলছে, গত অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে যুক্ত হয়েছে ৩৩ লাখ ৯৭ হাজার ২০০ কোটি টাকা, যা এর আগের অর্থবছরে ছিল ৩২ লাখ ১০ হাজার ৪০০ কোটি টাকা।

 

এ সময় কৃষি ও শিল্প খাতের প্রবৃদ্ধির হার আগের অর্থবছরের তুলনায় কমেছে; তবে সেবা খাতে প্রবৃদ্ধি সামান্য বেড়েছে।

 

২০২২-২৩ অর্থবছরে শিল্পে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাবে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৬ শতাংশে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট