চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাংলাদেশ থেকে পাইপলাইনে ভারতে গ্যাস রপ্তানি হয় না

অনলাইন ডেস্ক

২৯ আগস্ট, ২০২৪ | ১:৪০ অপরাহ্ণ

বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতে কোন গ্যাস রপ্তানি হয় না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর গুজব বলে উড়িয়ে দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে।

 

এতে বলা হয়েছে, ২৫ আগস্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে গ্যাস রপ্তানির বিষয়টি আলোচিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি সত্য নয়। বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতে গ্যাস রপ্তানি করা হয় না।

 

বিবৃতিতে বলা হয়েছে, ভারতের কিছু এলাকায় এলপি গ্যাস সিলিন্ডারে করে সরবরাহ হয়। যা এখনও বহাল রয়েছে।

 

উল্লেখ্য, ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি একাধিক কোম্পানি এলপি গ্যাস সরবরাহ দিয়ে থাকে। কোম্পানিগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করে সরাসরি ত্রিপুরার প্রেরণ করে থাকে রান্নার কাজে বহুল ব্যবহৃত এলপিজি।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট