বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী ও গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রফেসর ড. মনিরুজ্জামান (৮৪) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ড. মনিরুজ্জামান দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ এশা ড. মনিরুজ্জামানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের প্রফেসর মনিরুজ্জামান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামীকাল দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, প্রফেসর ড. মনিরুজ্জামান ২০২৩ সালে একুশে পদক ও ২০১৫ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ