চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক

২২ আগস্ট, ২০২৪ | ৬:৪৭ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞাসংক্রান্ত আগের সব নির্দেশনা-আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট।

 রিট আবেদনকারীর আরজির পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুল খারিজ করে এ আদেশ দেন।

তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে ২০১৫ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী ওই রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

আজ বৃহস্পতিবার আদালতে রিটটি না চালোনোর কথা জানিয়ে তা কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানান আইনজীবী নাসরিন সিদ্দিকী। পরে আদালত ওই আদেশ দেন। এ সময় আইনজীবী কায়সার কামাল উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট